মঙ্গলবার | ১০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বার্সা ছাড়লেন মেসি, যাচ্ছেন কোথায়?

spot_img
spot_img
spot_img

স্পোর্টস ডেস্ক
গত রাতে এক ঝড়ই যেন বয়ে গেল ফুটবল–বিশ্বের ওপর দিয়ে। নিশ্চিত করা হয়েছে, লিওনেল মেসি আর বার্সেলোনায় থাকছেন না। বার্সা আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছে, মেসি থাকছেন না। এর পর থেকেই মেসির সম্ভাব্য পরবর্তী ক্লাব নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। কোথায় যাবেন এখন মেসি? মেসিকে নেওয়ার সামর্থ্য আছে কোন ক্লাবের? কত প্রশ্ন, কত কৌতূহল!
মেসি যে দলেই যান, ফ্রি ট্রান্সফারে যাবেন। অর্থাৎ সে ক্লাবকে মেসির দলবদল ফি বাবদ কোনো পয়সাই খরচ করতে হবে না। শুধু মেসির বেতনের দিকে খেয়াল রাখলেই চলবে। করোনার এই সময়ে মেসিকে বাড়তি বেতন দিয়ে কোন ক্লাব নিতে চাইবে?
আলোচনায় সবচেয়ে বেশি আসছে পিএসজির নাম। তা ছাড়া পিএসজিতে নেইমার, দি মারিয়া, পারেদেসের মতো ‘বন্ধু’রা থাকায় মেসিকে পিএসজি টানতে পারে বলে অনেকেই অনুমান করছেন। এর মধ্যেই নেইমার সে গুঞ্জনের পালে বাতাস দিলেন যেন।
নেইমারের একটা ‘লাইক’ই জল্পনার ডালপালা ছড়িয়েছে। বার্সার আনুষ্ঠানিক ঘোষণার পর ব্রাজিলীয় সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে নিয়ে কিছু লেখেননি। কোনো কিছু পোস্টও করেননি। তবে সেই ‘লাইক’ দিয়েই বুঝিয়ে দিয়েছেন অনেক কিছু।
টিএনটি স্পোর্টস নামে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মেসির বার্সা ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা পোস্ট করার পরপরই একটি ছবি পোস্ট করে। শিল্পীর আঁকা সেই ছবিতে দেখা যায়, মেসি-নেইমার দুজনই পিএসজির জার্সি পরে আছেন। ১০ নম্বর জার্সিটা পরে আছেন মেসি, কোলাকুলি করছেন নেইমারের সঙ্গে।
বলার অপেক্ষা রাখে না, মেসি যেন পিএসজিতে নাম লেখান, সেই আশাবাদ থেকেই টিএনটি স্পোর্টস এ কাজ করেছে। সেই ছবিতে আবার লাইক দিয়েছেন নেইমার। ফলে যাঁদের বোঝার তারা বুঝে গেছেন, মেসিকে পিএসজিতেই চাইছেন তাঁর প্রিয় বন্ধু নেইমার!
মেসির সঙ্গে যে নেইমারের আবারও খেলার ইচ্ছা আছে, এটা গোপন কিছু নয়, নিজের এই ইচ্ছার কথা বারবার সবাইকে জানিয়েছেন নেইমার। এমনকি কয়েক দিন আগেও মেসি, ভেরাত্তি, পারেদেস ও দি মারিয়ার সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন ইনস্টাগ্রামে, পিএসজি–সমর্থকদের আশার পারদ চড়িয়েছেন।
এখন দেখা যাক, নেইমারের মনের আশা আসলেই পূরণ হয় কি না!

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ