সোমবার | ৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেড় ঘণ্টা বন্ধ

spot_img
spot_img
spot_img

চট্টগ্রাম প্রতিনিধি :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডের টেরিয়াইল উচ্চবিদ্যালয়ের সামনে নির্মিতব্য ফুটওভার ব্রিজে ডেকবিম বসানো হবে। এ জন্য আগামীকাল শনিবার ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত দেড় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে। চট্টগ্রাম সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডেকবিম তোলার সময় দুর্ঘটনা এড়াতে মহাসড়কের দুই পাশের লেন বন্ধ থাকবে। এ সময় যান চলাচল বন্ধ থাকায় সাময়িক অসুবিধার সৃষ্টি হবে। এ জন্য সওজ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
সওজের উপবিভাগীয় প্রকৌশলী রুকন উদ্দিন বলেন, ‘প্রায় দুই কোটি টাকা ব্যয়ে পদচারী–সেতুটি নির্মাণ করা হচ্ছে। গত এপ্রিলে শুরু হওয়া সেতুটির নির্মাণকাজ আগামী দুই সপ্তাহের মধ্যে পুরোপুরি শেষ হবে বলে আশা করছি।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ