মঙ্গলবার | ১০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

জয়া শঙ্কিত

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
আফগানিস্তানের বর্তমান অবস্থায় শঙ্কিত অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় এই অভিনয়শিল্পী জানান, আফগানিস্তানে যুদ্ধের স্থিরচিত্রগুলো দেখে তার ভেতরটা দুমড়ে–মুচড়ে যাচ্ছে।
তালেবান ক্ষমতা দখলের পর অনেক মানুষ আফগানিস্তান ছেড়ে পালাচ্ছেন। বিমানবন্দরে শিশুকে রেখে মা-বাবা উধাওয়ের খবরও বিশ্ব গণমাধ্যমে আসছে। এ ছাড়া সেখাকার নারী ও শিশুদের অসহায়ত্বও প্রকাশিত হচ্ছে গণমাধ্যমে। এসবই স্পর্শ করেছে বাংলাদেশের অভিনয়শিল্পী জয়া আহসানকেও।
তিনি বলেন, ‘আসলে পুরুষতান্ত্রিক সমাজের আঙুল সব সময়ই ওঠে মেয়েদের দিকে। ঠিক কম্পাসের কাঁটার মতো ঘুরে যায় নারীজাতির দিকে। আফগান পরিচালক সারা করিমি যে আহ্বান জানিয়েছেন, আমি মন থেকে তাতে সায় দিচ্ছি। তার সঙ্গে আছি।
দূর থেকে কতটা কী করতে পারব জানি না, আমার পক্ষে যদি কিছু করার সুযোগ আসে, নিশ্চয়ই করব। ওখানকার যেসব ছবি দেখছি, শিউরে উঠছি। বাংলাদেশ হোক, ভারত হোক বা বহির্বিশ্বের যেকোনো দেশেই মেয়েদের ওপর অত্যাচার হলে আমাদের সরব হতে হবে। দেশটা আমাদের থেকে দূরে ভেবে বসে থাকলে চলবে না। আজ যা ওখানে হচ্ছে, কাল তা আমার দেশেও হতে পারে।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ