ক্র্যাবনিউজ ডেস্ক
সংযুক্ত আরব আমিরাত বুধবার জানিয়েছে, তারা ‘মানবিক প্রেক্ষাপট’ বিচেনা করে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে তাদের দেশে আমন্ত্রণ জানিয়েছে। কট্টরপন্থী তালেবান গ্রুপ দ্রুততার সাথে আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয়ায় তিনি তার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আবুধাবির পক্ষ থেকে এমন আমন্ত্রণ জানানো হলো। খবর এএফপি’র।
সংযুক্ত আরব আমিরাতের এক বিবৃতিতে বলা হয়, ‘ইউএই’র পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয় নিশ্চিত করে যে মানবিক প্রেক্ষাপট বিবেচনা করে ইউএই আশরাফ গনি ও তার পরিবারকে দেশটিতে স্বাগত জানিয়েছে।’
আফগান প্রেসিডেন্টকে আমন্ত্রণ ইউএইর
Previous article
Next article