ক্র্যাবনিউজ ডেস্ক
ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের ঝিলমিল এলাকায় এক শিশুকে গণধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
তারা হলেন, মো. শুভ (১৯), মো. ইসমাইল ওরফে কুট্টি (২২), মো. মুন্না (২১) ও মো. আখের খান (১৯)।
বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
এতে বলা হয়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মো. শুভ পূর্ব পরিকল্পনা মোতাবেক তের বছর বয়সী শিশুকে প্রেমের ফাঁদে ফেলে ঝিলমিল আবাসিক এলাকায় নিয়ে যায়।
সেখানে পূর্ব পরিকল্পনা মোতাবেক শুভ তার বন্ধু ইসমাইল, মুন্না, আখের খান (১৯), রাকিবসহ ওই ঝিলমিল আবাসিক প্রকল্পের জঙ্গলে জোরপূর্বক ধর্ষণ করে।
ওই শিশু অসুস্থ হয়ে পড়লে ধর্ষণকারীরা তাকে নানা প্রকার ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকদের সহায়তায় তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়।
তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।