রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

৯৯৯ ফোন, ১৭ জেলে উদ্ধার

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে পড়ে ‘তামান্না মুন্সী-৪’ নামের একটি মাছ ধরার নৌযানের। এরপর নৌযানটি ভাসতে থাকে। ভয় পেয়ে যান জেলেরা। অগত্যা নৌযানের চালক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করে অসহায়ত্বের কথা জানান। জরুরি সেবা থেকে নৌবাহিনীকে জানানো হয়। এরপরই নৌবাহিনীর ‘অনুসন্ধান’ জাহাজ গতকাল মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছে ১৭ জেলেকে উদ্ধার করে।
নৌবাহিনী থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার মাছ ধরার জন্য নৌযানটি সাগরে যায়। একপর্যায়ে নৌযানের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবদিয়া থেকে পাঁচ মাইল দূরে সাগরে। ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢেউয়ের মুখে পড়ে নৌযানটি।
উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আজ বুধবার সকালে তাঁদের নৌযানের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের বাড়ি কুতুবদিয়ায়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ