বৃহস্পতিবার | ১২ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

৯৯৯ এ ফোন, চিত্রনায়িকা একা আটক

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একা হাতিরঝিল থানা পুলিশের হাতে আটক হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে তাকে আটক করে থানায় নেয়া হয়। অন্যদিকে নির্যাতনের শিকার হাজেরা নামের ওই গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ গোলাম আজম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ গোলাম আজম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন পেয়ে আজ সন্ধ্যায় একা নামের এক নারীর বাসা থেকে গৃহকর্মী হাজেরাকে উদ্ধার করা হয়। এরপর আটক করে থানায় আনা হয় ঢাকাই সিনেমার একসময়ের এই নায়িকাকে।
সুচিকিৎসার জন্য হাজেরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিদর্শক মোহাম্মদ গোলাম আজম বলেন, গৃহকর্মী হাজেরাকে মারধর করায় চিত্রনায়িকা একার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ