ক্র্যাবনিউজ ডেস্ক
৬৯ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার খসড়া গ্রেডেশন তালিকা প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত তালিকার ওপর কারও কোনো আপত্তি থাকলে কাগজপত্র প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবর ([email protected]) ঠিকানায় আবেদন করতে হবে। অন্যথায় ৩০ দিন পর গ্রেডেশন তালিকা চূড়ান্ত করতে কার্যক্রম গ্রহণ করা হবে।
মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারী পরিচালক, উপপরিচালক এমন অসংখ্য পদ খালি থাকায় ডিপিইদের (জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) গ্রেডেশন দেওয়া হচ্ছে। এর ফলে এসব শিক্ষা কর্মকর্তা বিভিন্ন দপ্তরে সহকারী পরিচালক ও উপপরিচালকের দায়িত্ব গ্রহণ করবেন।