নিজস্ব প্রতিবেদক :
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩৮ কর্মকর্তাকে র্যাবে পদায়ন বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, বেতন ভাতাদি উত্তোলনের সুবিধার্থে র্যাবে উপপরিচালক পদে পদায়ন বাতিলপূর্বক ‘পুলিশ সুপার’ পদমর্যাদার ৩৮ কর্মকর্তাকে পুলিশ সদরদপ্তরে সংযুক্তি প্রদান করা হলো।
পদোন্নতি পাওয়া ৪৮ জন পুলিশ কর্মকর্তাকে র্যাবে পদায়ন করে ১৬ মে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মধ্য থেকে নয় জনকে ১ জুলাই র্যাবের বিভিন্ন ব্যাটালিয়নে নিয়োগ দেওয়া হয়। বাকি একজনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।