রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

২২ বাস আটক

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
লকডাউনে নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন করার অভিযোগে গাজীপুরে দূরপাল্লার ২২টি বাস আটক করেছে হাইওয়ে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, চলমান লকডাউনে দিনের বেলায় চেকপোস্টে গণপরিবহন চলাচলে কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করে পুলিশ। তবে রাতের বেলায় চেকপোস্টে কিছুটা শিথিলতার সুযোগ নিয়ে উত্তরবঙ্গ থেকে দূরপাল্লার বাস চলাচল করে।
ওসি আরও জানান, নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রীদের কাছ থেকে তিন থেকে চার গুণ বেশি ভাড়া নিয়ে এসব বাস চলাচল করছে, এমন খবরে হাইওয়ে পুলিশ চন্দ্রা মোড় ও আশেপাশের এলাকায় অভিযান চালায়। পরে রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট থেকে ২২টি বাস আটক করা হয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ