স্পোর্টস ডেস্ক
চলতি বছরের অক্টোবরেই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আরব আমিরাতে যাওয়ার আগে পাকিস্তানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ১৩ এবং ১৪ অক্টোবর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
দুটি ম্যাচই প্রথমে করাচিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড শুক্রবার জানিয়েছে, অভ্যন্তরীন কিছু জটিলতার কারণে সিরিজটি রাওয়ালপিন্ডিতে স্থানান্তরিত করা হয়েছে।
২০০৫ সালে পাকিস্তানে শেষ সফর করেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। এরপর নিরাপত্তার অজুহাতে আর পাকিস্তানে পা রাখেনি ইংলিশরা। এবার বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই পাকিস্তানে প্রায় ১৬ বছর পর খেলতে যাচ্ছে ইংলিশরা।
এই সিরিজে কেবল ইংল্যান্ড পুরুষ দলই পাকিস্তান সফর করবে না, নারীরাও সফর করবে। নারীদের সফরে দুটো টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি আছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও। ১৭ থেকে ১৯ অক্টোবর হবে ওয়ানডে তিনটি।