ক্র্যাবনিউজ ডেস্ক
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নে হেলিকপ্টারে পৌঁছে প্রায় ৩০০ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে এসব টিকা পৌঁছে দেওয়া হয়। দুর্গম ও প্রত্যন্ত ইউনিয়নের যাতায়াতে সড়কপথ ও নৌপথের ব্যবস্থা না থাকায় এ উদ্যোগ নেওয়া হয় বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
সকাল নয়টার দিকে কাপ্তাই উপজেলা জলবিদ্যুৎকেন্দ্রের হেলিপ্যাড থেকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বড়থলি ইউনিয়নের উদ্দেশে রওনা দেয়। সকাল সাড়ে ১০টায় বড়থলি ত্রিপুরাপাড়ায় অস্থায়ী চিকিৎসা ক্যাম্প তৈরি করা হয়। সেখানে ২৯২ জনকে প্রথম ডোজ করোনার টিকা দেওয়া হয়। বিকেল চারটা পর্যন্ত একটানা করোনার টিকা ও চিকিৎসা দেওয়া হয়। ওই পাড়াসহ আশপাশের এলাকার শিশুসহ দুই শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দেওয়া দেওয়া হয় এবং তাঁদের মধ্যে ওষুধ ও চিকিৎসাসামগ্রী বিরতণ করা হয়। এ সময় বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান ও বিলাইছড়ি স্বাস্থ্য কর্মকর্তা রশ্মি চাকমা উপস্থিত ছিলেন। দুর্গম এলাকায় করোনার টিকা পেয়ে খুশি স্থানীয় পাড়াবাসী।
সিভিল সার্জন সূত্রে জানা গেছে, জেলায় গত ৭ জুলাই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে করোনার টিকা দেওয়া হয়। এ ছাড়া জেনারেল হাসপাতাল ও বিভিন্ন উপজেলায় প্রতিদিন করোনার টিকা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত জেলায় প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯১ হাজার ২৬৩ ও দ্বিতীয় ডোজ দেওয়া হয় ২৪ হাজার ১৭৭ জনকে।
বড়থলি ত্রিপুরাপাড়ার নরেন্দ্র ত্রিপুরা বলেন, ‘আমরা ভাবিনি, এত দুর্গম এলাকায় করোনার টিকা পাব। তবে আমাদের ইউনিয়নে আরও অনেক বিচ্ছিন্ন গ্রাম রয়েছে। সেসব মানুষের করোনা টিকা নেওয়ার আগ্রহ ছিল। কিন্তু যাতায়াতব্যবস্থা না থাকায় তাঁরা আসতে পারেননি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সবচেয়ে দুর্গম ও প্রত্যন্ত ইউনিয়ন বড়থলি। উপজেলা সদর কিংবা জেলার সঙ্গে নৌ কিংবা সড়কপথে কোনো যোগাযোগব্যবস্থা নেই। দুই থেকে তিন দিন পায়ে হেঁটে উপজেলা বা জেলায় আসতে হয়। তাঁরা যুগ যুগ ধরে যেকোনো টিকা, নাগরিক ও চিকিৎসার সুযোগ–সুবিধা থেকে বঞ্চিত।
বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘আমরা ৬০০ ডোজ করোনা টিকা নিয়েছি। এর মধ্যে ২৯২ জনকে টিকা দিতে পেরেছি। করোনা টিকা ছাড়াও চিকিৎসাসেবা ও চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে।’
সিভিল সার্জন বিপাশ খীসা বলেন, ‘জেলার বাঘাইছড়ির সাজেক, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলা বেশ কিছু ইউনিয়নে কয়েক হাজার মানুষ রয়েছে। সেখানে হেঁটে গিয়ে টিকা দেওয়া সম্ভব নয়। তারপরও আমাদের স্বাস্থ্যকর্মীরা যাওয়ার চেষ্টা করেন। আজ বিলাইছড়ি একটি উপজেলায় হেলিকপ্টার করে ৬০০ ডোজ নিয়ে স্বাস্থ্যকর্মীরা টিকা দিতে গেছেন। ধীরে ধীরে সব এলাকায় টিকা পৌঁছে দেওয়া হবে।’a