ক্র্যাবনিউজ ডেস্ক
হাতির দাঁতসহ চট্টগ্রামে তিনজন র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকা থেকে শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়। তারা হাতির দাঁত বিদেশে পাচারে জড়িত বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- সুইচিং মার্মা (৩০), মো. হাফিজুর খান (৪০) ও মো. খোরেশদ আলম (৩৪)। তাদের মধ্যে সুইচিং ও হাফিজুরের বাড়ি খাগড়াছড়ির মানিকছড়িতে, খোরশেদের বাড়ি রাঙামাটির বাঘাইছড়িতে।
র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার মোহরা এলাকায় অভিযানে যায় র্যাবের একটি দল। এসময় তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের সঙ্গে থাকা শপিংব্যাগ থেকে হাতির দাঁতটি বের করে দেয়।
“এ চক্রটি বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে হাতির দাঁত সংগ্রহ করে দেশে-বিদেশে পাচার করে আসছিল।” গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করেছে র্যাব।