ক্র্যাবনিউজ ডেস্ক
ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ দেশ হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২২৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে ভয়াবহ ক্ষতি হয়েছে। খবর বিবিসির।
পরিস্থিতি সামাল দিতে এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার সকালে হাইতির পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়।
হাইতির প্রধানমন্ত্রী বলেছেন, ভূমিকম্পে দেশের অনেক অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করছেন তিনি।
২০১০ সালের ভূমিকম্পের ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি হাইতি। ওই ভূমিকম্পে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়। দেশটির অবকাঠামো ও অর্থনীতিও বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।