নিজস্ব প্রতিবেদক
সুপার শপ স্বপ্নের ডিজিটাল সিস্টেম হ্যাক করে ১৮ লাখ টাকা মূল্যের ভাউচার তৈরি করে মালামাল হাতিয়ে নেয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার ইনভেস্টিগেশন দল।
তারা হলেন, মো. নাসিমুল ইসলাম, রেহানুর রহমান রাশেদ ও রাইসুল ইসলাম।
শনিবার রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান।
রোববার দুপুরে ডিএমপি সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৬ জুন থেকে ৯ জুলাইয়ের মধ্যে সুপার শপ ‘স্বপ্নের’ সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে ব্রিচ করে বিপুল অংকের অস্বাভাবিক ও সন্দেহজনক ডিজিটাল ভাউচার জেনারেট করে বিক্রি করা হয়।
এ বিষয়টি ‘স্বপ্ন’ কর্তৃপক্ষের নজরে আসলে তারা ডিএমপির সিটি- সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের কাছে অভিযোগ জানায়।
তাদের কাছে হ্যাকিং এর কাজে ব্যবহৃত ৬টি মােবাইল সেট, ২টি ল্যাপটপ ও ১টি সিপিইউ, ক্রিপ্টোকারেন্সি, নগদ টাকা, ইলেকট্রনিক কার্ড ও ‘স্বপ্ন’ ই-ভাউচারের মাধ্যমে ক্রয়কৃত বিপুল পরিমান পণ্য সামগ্রী জব্দ করা হয়।
তিনি বলেন, সুপার শপ ‘স্বপ্ন তাদের ওয়েবসাইটের মাধ্যমে সারাদেশের ১৮৬টি আউটলেটের মনিটরিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, কর্মী ব্যবস্থাপনা, আর্থিক লেনদেনের হিসাব, ডিজিটাল ভাউচার ম্যানেজমেন্টসহ সকল ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে থাকে।
স্বপ্নের ডিজিটাল সিস্টেমটি ‘এডভান্স সাইবার সিকিউরিটি প্রটোকল অনুযায়ী অত্যন্ত সুরক্ষিত করে তৈরি করা হয়েছিল জানিয়ে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা ‘স্বপ্ন’-এর ডিজিটাল সিস্টেম হ্যাক করে ১৮ লাখ টাকা মূল্যের ডিজিটাল ভাউচার ফেসবুক গ্রুপের মাধ্যমে ২৫ শতাংশ ছাড়ে কয়েকটি ই-কমার্স ইউজারদের নিকট বিক্রি করে।
এভাবে তারা জালিয়াতির মাধ্যমে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়ে বিভিন্ন ‘ক্রিপ্টোকারেন্সি’ একাউন্টে জমা করে।
আসাদুজ্জামান বলেন, এই হ্যাকার গ্রুপটি প্রথমসারির বাংলাদেশি এয়ারলাইন্স, প্রসিদ্ধ বাস কোম্পানি, ইলেকট্রনিক গেজেট চেইন আউটলেটসহ স্বনামধন্য অনেক ব্যবসা প্রতিষ্ঠানে হ্যাকিং-এর মাধ্যমে অর্থ আত্মসাত করার কথা স্বীকার করেছে।
বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশ করেছে নাসিমুল এবং এই চক্রের ‘মূলহোতা’।
তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির ও কনসালটেন্ট কর্পোরেট মিজানুর রহমান লিটন উপস্থিত ছিলেন।