বৃহস্পতিবার | ১২ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সেপ্টেম্বরে জার্মানীতে করোনার বুস্টার ডোজ

spot_img
spot_img
spot_img

আন্তর্জাতিক ডেস্ক
জার্মানী সেপ্টেম্বর থেকে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া শুরু করবে। এ সময়ে ১২ থেকে ১৭ বছর বয়সীরাও যাতে এ টিকা পায় তার সুযোগ করে দেয়া হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ কথা জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রী জ্যা স্পান ও তার ১৬ জন সহকর্মীর বৈঠকের পর তারা এ বিষয়ে সম্মত হন। এ সময় তারা বয়স্ক ও যারা ঝুঁকিতে রয়েছে তাদের অবশ্যই বুস্টার ডোজ নেয়া উচিত বলে মত প্রকাশ করেন।
মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক ডকুমেন্টে বলা হয়েছে, যারা অ্যাস্ট্রাজেনকার দুটি ডোজ কিংবা জনসন এন্ড জনসনের একটি ডোজ নিয়েছে তারাও বুস্টার ডোজ নিতে পারবে। স্বাস্থ্য মন্ত্রী ও সহকর্মীদের বৈঠকে ১২ কিংবা তার বেশী বয়সীদের জন্য টিকা পাওয়া সহজ করারও সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য আশেপাশের দেশগুলোর তুলনায় জার্মানীর সংক্রমণ পরিস্থিতি ভালো। কিন্তু টিকা নেয়ার ধীর গতিতে দেশটি উদ্বিগ্ন। এখানে এ পর্যন্ত ৫২ শতাংশেরও বেশি লোক টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ