নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও আমাদের অর্থনীতি পত্রিকার স্টাফ রিপোর্টার সুজন কৈরীর বাবা শিব নারায়ন কৈরী সোমবার পরলোকগমণ করেছেন। বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সুজন কৈরীর বাবার পরলোকগমণে ক্র্যাব সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ স্বর্গীয় শিব নারায়ন কৈরীর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে আজ সকালে রাজধানীর পোস্তাগোলা শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। রাতে পোস্তগোলা স্মশানে তার মরদেহ সৎকার করা হয়।