মঙ্গলবার | ১০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সিএনএনে টিকা না নেয়ায় তিন কর্মী বরখাস্ত

spot_img
spot_img
spot_img

আন্তর্জাতিক ডেস্ক

করোনা টিকা না নিয়ে অফিসে আসায় ৩ কর্মীকে বরখাস্ত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সংবাদমাধ্যমটির পক্ষ থেকে করোনা টিকা নিয়ে ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করা হয়েছিল আগেই। সংবাদমাধ্যমটির মুখপাত্র জেফ জুকের এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘‘গত সপ্তাহে আমরা জানতে পারি ওই তিন কর্মী টিকা না নিয়ে নির্দেশ অমান্য করে অফিসে এসেছেন। তাদের বরখাস্ত করা হয়েছে।’’
জুকেরের ওই বার্তা টুইটারে পোস্ট করেছেন সিএনএন-এর সিনিয়র মিডিয়া রিপোর্টার অলিভার ডার্সি। সেই সঙ্গে তিনি অন্য একটি নির্দেশিকার প্রসঙ্গ উল্লেখ করে লেখেন, ‘জুকের কর্মীদের জানিয়েছেন, আগামী ৭ সেপ্টেম্বর থেকে কর্মীদের অফিসে কাজ শুরুর পূর্বঘোষিত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। আজকের পাওয়া তথ্যের ভিত্তিতে আমাদের লক্ষ্য, অক্টোবরের মাঝামাঝি থেকে অফিস শুরু করা। এটা সহজ সিদ্ধান্ত নয়। আমাদের অনেক কিছু বিবেচনার মধ্যে রাখতে হয়েছে’।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ