শনিবার | ২৭ জুলাই ২০২৪
Cambrian

সিউলকে ‘বিশ্বাসঘাতক’ বললেন কিমের বোন, জানালেন নিন্দা

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন যুক্তরাষ্ট্রের সাথে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া চালানো বিষয়ে সিউল কর্তৃপক্ষকে মঙ্গলবার ‘বিশ্বাসঘাতক’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন। এ ব্যাপারে তিনি হুশিয়ার করে দিয়ে বলেছেন, এর পরিণতি হিসেবে এ দুই মিত্রকে চরম নিরাপত্তা হুমকি মোকাবেলা করতে হবে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, তার ভাই কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের মধ্যে ধারাবাহিক ব্যক্তিগত চিঠি আদান-প্রদানের ফলে কোরীয় উপদ্বীপ প্রশ্নে আকস্মিক বরফ গলার মধ্যেই সর্বশেষ কিম ইয়ো জংয়ের এমন মন্তব্য প্রকাশ পেল।
এক বছরেরও বেশি সময় আগে ছিন্ন করা আন্ত:সীমান্ত যোগাযোগ গত মাসে পুন:স্থাপন করে উত্তর ও দক্ষিণ কোরিয়া। আর এর মধ্যদিয়ে উভয় দেশের নেতারা সম্পর্কোন্নয়নে কাজ করার ব্যাপারে সম্মত হওয়ার ঘোষণা দেন।
তবে কিম ইয়ো জং এ মাসে ওয়াশিংটনের সাথে ‘বিপজ্জনক’ যৌথ সামরিক মহড়া চালানোর জন্য সিউলকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে অভিহিত করেন এবং এমন ঘটনার কঠোর নিন্দা জানান। তিনি তার ভাইয়ের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ