খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের এক সাবেক কর্মী নিহত হয়েছে। রোববার সকাল পৌনে ৯টার দিকে পানছড়ি-মাটিরাঙ্গা সড়কের মরাটিলা এলাকায় এই ঘটনা ঘটে বলে পানছড়ি থানার ওসি মো. দুলাল হোসেন জানান।
নিহত খল কুমার ত্রিপুরা ওরফে সাগর (২৮) পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের পদ্মিনিপাড়ার অলিন মোহন ত্রিপুরার ছেলে।
ওসি বলেন, মরাটিলা এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন সাগর। এ সময় একদল অস্ত্রধারী তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাগর নিহত হন। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, সাগর আগে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ প্রসীত গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু বছর খানেক ধরে সে নিস্ক্রীয়।
সাগরের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি দুলাল।