স্পোর্টস ডেস্ক
সাকিব আল হাসানের অনুমতি ছাড়াই তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা করেছে হ্যাশকার্ড নামের একটি অনলাইন প্রতিষ্ঠান। সাকিবের নাম ছবি ব্যবহার করে ‘নন ফাঞ্জিবল টোকেন’ এর মাধ্যমে ডিজিটাল কনটেন্টের ব্যবসা করছে প্রতিষ্ঠানটি। তবে তাদের এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন সাকিব।
বিষয়টিকে ওই ওয়েবসাইটের প্রতারণা মন্তব্য করে সাকিব নিজেই তার ভক্ত-অনুরাগীদের সতর্ক করে দিয়েছেন। সতর্কের পাশাপাশি ওই ওয়েবসাইট থেকে কনটেন্ট ক্রয় করতে নিষেধ করেছেন সাকিব।
বৃহস্পতিবার এক টুইট বার্তায় সাকিব লিখেছেন, ‘আমি এদের আমার ছবি বা নাম ব্যবহার করে এনএফটিতে কার্ড বিক্রির অনুমোদন দেইনি। এটা প্রতারণা। অনুগ্রহ করে ওদের কাছ থেকে কিছু ক্রয় করবেন না। আমি শিগগিরই আমাদের অফিসিয়াল এনএফটি ঘোষণা করব।’
উল্লেখ্য, নন ফাঞ্জিবল টোকেন এর অর্থ অবিনিময়যোগ্য নিদর্শন। যা মূলত একটি অদ্বিতীয় ও দুষ্প্রাপ্য ডিজিটাল সম্পদের মালিকানার প্রামাণ্য দলিলকে বোঝায়।