মঙ্গলবার | ১০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সাইবার সন্ত্রাসীদের হাতে নতুন নাটক-সিনেমা লুট

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
বাংলাদেশি সিনেমায় পাইরেসি শব্দটি পুরনো। আগে প্রেক্ষাগৃহ থেকে সিনেমা পাইরেসি বা কপি করা হতো। কখনো মুক্তির প্রথম দিনেই এ হাত–ও হাত ঘুরে বাজারে চলে যেত নতুন ছবির ভিএইচএস, সিডি বা ডিভিডি। সময় বদলেছে। এখন আর প্রেক্ষাগৃহ পর্যন্তও ছুটতে হয় না। ডিজিটাল দুনিয়া থেকেই নতুন ছবি লুট করে নেয় সাইবার অপরাধীরা।
কেউ বলছেন, রাষ্ট্রের প্রযুক্তি বিশেষজ্ঞ ইউনিট চাইলে কঠোরভাবে পাইরেসি নিয়ন্ত্রণ সম্ভব। কেউ বলছেন, অসম্ভব। দরকার সচেতনতা। আবার কেউ কেউ বলছেন, রাষ্ট্রের প্রযুক্তি বিশেষজ্ঞ ইউনিট চাইলে কঠোরভাবে পাইরেসি নিয়ন্ত্রণ সম্ভব।
এদিকে তিন দিন আগে হঠাৎ চাউর হয় রেহানা মরিয়ম নূর ছবিটির পাইরেসির খবর। পরিচালক ও প্রযোজকের মাথায় যেন বাজ পড়ে। দ্রুত তাঁরা ছুটে যান পুলিশের সাইবার অপরাধ বিভাগ কার্যালয়ে। অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় ছবির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ ও নির্বাহী প্রযোজক এহসানুল হক ভীষণ মর্মাহত। খোঁজ নিয়ে জানা যায়, ১৬ আগস্ট সকাল থেকে নানা লিংকে ছবিটি ঘুরছিল। কেউ কেউ বলছেন, মেলবোর্ন ফিল্ম ফেস্টিভ্যালে অনলাইনে ছবিটির প্রদর্শনের পরদিনই পাইরেসি হয়ে যায়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ