রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক আর নেই, প্রধানমন্ত্রীর শোক

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
বিশিষ্ট সাংবাদিক, দৈনিক অর্থনীতি পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুজ্জামান ফারুক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ক্যানসারে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।
জাহিদুজ্জামান ফারুকের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাহিদুজ্জামান ফারুকের মৃত্যুর সংবাদ প্রকাশ করেছেন। পাশাপাশি দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে গভীর শোক জানিয়েছেন।
জাতীয় প্রেসক্লাব সূত্রে জানা গেছে, আজ বাদ আসর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জাহিদুজ্জামান ফারুকের জানাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁর মরদেহে শ্রদ্ধা জানানো হবে। প্রেসক্লাব ছাড়াও জাহিদুজ্জামান ফারুক ছিলেন অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্য। সাংবাদিকতা–জীবনের দীর্ঘ সময় তিনি ইত্তেফাকে কাজ করেছেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ