রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ষড়যন্ত্রকারীরা এখনও থেমে নেই : পররাষ্ট্রমন্ত্রী

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
ষড়যন্ত্রকারীরা এখনও থেমে নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। শুক্রবার (১৩ আগস্ট) রাতে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ-বিদেশের ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে; যেন ১৫ আগস্টের মতো নৃশংস ঘটনা বাংলাদেশের মাটিতে আর কখনো না ঘটে। কারণ ষড়যন্ত্রকারীরা এখনও থেমে নেই। ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকতে হবে।’
তিনি বলেন, অথনৈতিক উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে দেশের অভাবনীয় সাফল্যের ফলে শত্রুর সংখ্যা বাড়তে পারে এবং তাদের মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। দেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে।
আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ