রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

শুল্কমুক্ত পণ্য বাজারে, ইসলামপুরকেন্দ্রীক চক্রের ​খোঁজ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
বন্ড সুবিধায় আমদানিকৃত কাপড় খোলাবাজারে বিক্রির অভিযোগে ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে পুরান ঢাকার ইসলামপুরে কেন্দ্রীক একটি চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দারা। চক্রটি ধরার চেষ্টা চলছে।

লালবাগ বিভাগের গোয়েন্দা দলের হাতেগ্রেফতাররা হচ্ছেন- শাহাদত হোসেন, সাইফুল ইসলাম জীবন, রুবেল আকন, মো. মাসুম, মনির হোসেন, রবিন ওরফে হৃদয় সরদার, শাহিন হাওলাদার, আরিফ হোসেন, সোহাগ ফরাজী, মো. নাজিম ও কামাল হোসেন।
বৃহস্পতিবার রাতে নিউমার্কেট ও তেজগাঁও এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য জানান।
ওই গোয়েন্দা কর্মকর্তা বলেন, তারা বন্ড সুবিধায় বিদেশ থেকে শুল্কমুক্ত কাপড় আমদানি করে অতিরিক্ত লাভের আশায় খোলা বাজারে বিক্রি করে। এভাবে সরকারের কোটি কোটি টাকা কর ফাঁকি দেওয়া হচ্ছে।
এভাবে চোরাইপথে কাপড় খোলাবাজারে বিক্রির করায় দেশের প্রকৃত ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তাদের কাছে ৫০৮ রোল পর্দার কাপড় যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ২৭ লাখ টাকা। তাদের কাছে ৬টি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে বলে তিনি জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরান ঢাকার ইসলামপুরে কেন্দ্রীক একটি চক্র আছে। এই চক্রটি ধরার চেষ্টা চলছে।
এই ঘটনায় নিউমার্কেট থানায় একটি মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ