শনিবার | ২৭ জুলাই ২০২৪
Cambrian

শিশু উন্নয়ন কেন্দ্রে রাতভর ভাংচুর, পালিয়ে গেছে তিন শিশু

spot_img
spot_img
spot_img

যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) ভাঙচুর করেছে বন্দী শিশুরা। শনিবার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত কেন্দ্রের আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। এ সময় সিঁড়িঘরের দরজা ভেঙে ছাদে উঠে বিভিন্ন অপরাধে কেন্দ্রে আসা তিন শিশু পালিয়ে গেছে।
এ ঘটনায় আজ রোববার যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামানকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
এ বিষয়ে কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, ‘শনিবার রাতে শিশুরা কেন্দ্রের ভবনে ব্যাপক ভাঙচুর করে। প্রায় সারা রাত আমরা কেন্দ্রে ছিলাম। বিষয়টি সমাজ সেবা অধিদপ্তরের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’
কেন্দ্র সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টা থেকে কেন্দ্রের ভবনে দরজা বন্ধ করে ভাঙচুর করে শিশুরা বিক্ষোভ দেখায়। এ সময় তারা কেন্দ্রের অন্তত ১০০টি বৈদ্যুতিক বাল্ব, ২টি টেলিভিশন, ৫০টির মতো পানির কল, ভবনের প্রধান দুটি কলাপসিবল ফটক, পানির পাইপ, তাদের খাট ও তাদের ব্যবহৃত প্লেট-গ্লাস ভাঙচুর করে। একপর্যায়ে তারা সিঁড়িঘরের দরজা ভেঙে ছাদে ওঠে। এ সময় লোহার রেলিং ভেঙে নিচে নেমে তিনজন পালিয়ে যায়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ