ক্র্যাবনিউজ ডেস্ক
স্বামী রাজ কুন্দ্রার পর্ণগ্রাফি মামালার জেরে এমনিতে নাজেহাল বলিউড তারকা শিল্পা শেঠি। এর রেশ কাটতে না কাটতেই এবার প্রতারণার মামলায় ফেঁসে গেলেন তিনি। উত্তর প্রদেশে আর্থিক তছরুপের অভিযোগে দুটি মামলা হয়েছে শিল্পা ও তার মা সুনন্দা শেঠির বিরুদ্ধে। খবর জিনিউজের।
লখনৌয়ে হজরতগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন জ্যোৎস্না চৌহান নামে এক নারী। রোহিত বীর সিং নামে এক ব্যক্তি বিভূতিখন্দ থানায় আরেকটি আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। দুটি মামলা দায়ের হওয়ার পরই আরও তৎপর হয়ে উঠেছে লখনৌর পুলিশ। ইতোমধ্যে ওই দুই থানা থেকেই শিল্পা ও তার মা-কে নোটিশ পাঠানো হয়েছে।
পুলিস সূত্রে খবর, শিল্পা শেঠি ‘আইওসিস ওয়েলনেস সেন্টার’ নামে একটি ফিটনেস সংস্থা চালান। যে কোম্পানির চেয়ারম্যান শিল্পা ও তার মা সুনন্দা শেঠি। তাদের বিরুদ্ধে অভিযোগ, একাধিক জায়গায় এই ফিটনেস সেন্টারের শাখা খোলার নামে কোটি কোটি রুপি আত্মাসাৎ করা হয়েছে। ‘আইওসিস ওয়েলনেস সেন্টার’-এর একাধিক শাখা খোলার কথা থাকলেও আদতে তা খোলা হয়নি। অথচ তার জন্য কোটি রুপি হাতিয়ে নিয়েছেন মা-মেয়ে।