জনদুর্ভোগ ডেস্ক
কঠোর লকডাউনের মধ্যেই রবিবার থেকে খুলছে রফতানিমুখী শিল্প কারখানা। এই খবরে সড়ক ও নৌপথে বেড়েছে ঢাকামুখী মানুষের ভিড়।
লকডাউনের নবম দিন শনিবার স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শরীয়তপুরে গাড়ির অপেক্ষা করছে ঢাকমুখী যাত্রীরা। বাস চলাচল না করার কারণে মোটরসাইকেল ও অটোগাড়িতে গাদাগাদি করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অনেকে।
বাংলাবাজার থেকে শিমুলিয়াঘাটে পৌঁছে ঢাকামুখী যাত্রীরা সড়কে পুলিশের চেকপোস্ট এড়িয়ে ছোট ছোট যানবাহন ও মোটরসাইকেলে করে ভেঙে ভেঙে বাড়তি ভাড়া দিয়ে ফিরছে রাজধানীতে। তবে পরিবহন সংকটে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে ঢাকামুখী এসব যাত্রীদের। সকাল থেকেই কঠোর লকডাউনে গণপরিবহন বন্ধ থাকার কারণে যানবাহন সংকটে কর্মস্থলে ফেরা এসব যাত্রীর জন্য কঠিন হয়ে পড়ে।
বৃষ্টি, কাদা উপেক্ষা করেই অনেকেই আসছেন ফেরি ঘাটে। কেউ পায়ে হেঁটে, কেউ রিকশায়, কেউ অটোগাড়িতে আবার কেউ ব্যক্তিগত গাড়িতে। অনেককে দেখা গেছে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলে। আগত যাত্রীদের নিয়েই ছেড়ে যেতে দেখা গেছে ফেরিগুলোকে। ছোট ছোট যানবাহনগুলোতে মানা হচ্ছে না কোনও স্বাস্থ্যবিধি।