শনিবার | ২৭ জুলাই ২০২৪
Cambrian

শাহজালালে আধা কেজি স্বর্ণসহ যাত্রী আটক

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর হাতব্যাগ থেকে আধা কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। ওই যাত্রীকে আটক করা হয়েছে।

শনিবার সকাল ৭টা ৫০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ( BS 342) ওই ফ্লাইটটি।

ঢাকা কাস্টম হাউজ জানিয়েছে, ঢাকা কাস্টমসের কমিশনারের কাছে আসা গোপন তথ্যের ভিত্তিতে বিমানটি অবতরণের আগেই প্রিভেন্টিভ টিম বিমানবন্দরে অবস্থান নেয়। এরপর ওই ফ্লাইটে তল্লাশি করেন শুল্ক গোয়েন্দাদের ওই দলটি। এ সময় দুবাই থেকে আসা মো: সালেহ আহমেদ নামের ওই যাত্রীর রেকটাম ও হাতব্যাগের ভেতরে ৪টি স্বর্ণের বার পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দারা জানান, ওই যাত্রীর রেকটামে ২ টি বার, যার ওজন ১৭২ গ্রাম এবং হাত ব্যাগে মোট ২৩২ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার পাওয়া যায়। এসব স্বর্ণের বাজার মূল্য ৩২ লাখ টাকা বলে জানান শুল্ক গোয়েন্দারা।

তারা বলছেন, পাসপোর্ট অনুসারে ওই যাত্রীর বাড়ি ব্রাহ্মনবারিয়ায়। ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারা ও বিধি মোতাবেক ফৌজদারি মামলা দায়ের করে থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ