মঙ্গলবার | ১০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

শারদ সাজে বিশ্বরঙের দিদি..

spot_img
spot_img
spot_img

লাইফ স্টাইল ডেস্ক
ফ্যাশন হাউস বিশ্বরঙ সুদীর্ঘ ২৫ বছর ধরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিত নাম। এই ২৫ বছরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বহু প্রতিভাবান মডেল উপহার দিয়েছে বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে, যারা নিজস্ব প্রতিভায় প্রতিনিয়ত আলোকিত করছেন এ দেশের মিডিয়া অঙ্গনকে।
সেই ধারাবাহিকতায় ষষ্ঠ বারের মতো শুরু হতে যাচ্ছে অনলাইন রিয়েলিটি শো ‘শারদ সাজে বিশ্বরঙের দিদি-২০২১’। বিশ্বরঙ জানিয়েছে, বিগত বছরগুলোতে ‘শারদ সাজে বিশ্বরঙের দিদি’ প্ল্যাটফর্ম থেকে যাঁরা বিজয়ী হয়েছেন, তাঁদের প্রায় সবাই এখন নাটক, সিনেমা, বিজ্ঞাপনে ভালো ভালো কাজ উপহার দিচ্ছেন। তাঁরা হয়তো আগামী সময়ের উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন।

অংশগ্রহণ-সংক্রান্ত তথ্য
১. দেশের যে কোনও প্রান্ত থেকে যে কোনও বয়সের, যে কোনও ধর্মের মেয়েরাই অংশগ্রহণ করতে পারবেন এই প্রতিযোগিতায়।

২. বায়োডাটাসহ শারদ সাজে ছবি ও ভিডিও পাঠিয়ে দিতে হবে [email protected] এই ঠিকানায়।

৩. রেজিস্ট্রেশন করতে কোনও ফি দিতে হবে না।

৪. শারদ সাজে ছবি ও ভিডিও পাঠানোর শেষ সময় ৩০ সেপ্টেম্বর, ২০২১।

৫. প্রতিযোগিতায় বিচারক থাকবেন বাংলাদেশের প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্বরা।

তবে আর দেরি কেন? আজই পাঠিয়ে দিন শারদ সাজে আপনার ছবি ও ভিডিও এবং হয়ে যান বিশ্বরঙের দিদি। যে কোনও প্রয়োজনে কল করুন : ০১৮১৯-২৫৭৭৬৮ নম্বরে এবং ভিজিট করুন বিশ্বরঙ অনলাইন শপ : www.bishworang.com।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ