শনিবার | ২৭ জুলাই ২০২৪
Cambrian

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৫৭ অভিবাসীর মৃত্যু

spot_img
spot_img
spot_img

আন্তর্জাতিক ডেস্ক
লিবিয়ার বন্দর শহর খুমসের উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ৫৭ জন আরোহীর মৃত্যু হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।
জাতিসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার ভূমধ্যসাগরের কেন্দ্রীয় অংশে শোচনীয় এই ঘটনাটি ঘটেছে।
আইওএমের মুখপাত্র সাফা এমসেহলি এক টুইটে বলেছেন, “মৎসজীবী ও কোস্ট গার্ডের উদ্ধার করা জীবিতরা জানিয়েছেন, ডুবে যাওয়াদের মধ্যে অন্তত ২০ জন নারী ও দুটি শিশু ছিল।”

বার্তা সংস্থা রয়টাসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি আবহাওয়া ভালো থাকায় লিবিয়া ও তিউনিসিয়া থেকে ইতালি ও ইউরোপের অপরাপর অংশের উদ্দেশ্যে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের নৌকার সংখ্যা বাড়ছে। গত বছর কয়েক লাখ অভিবাসন প্রত্যাশী বিপজ্জনক এই জলপথ পাড়ি দিয়েছে।

তাদের অনেকেই যুদ্ধ ও দারিদ্রতার শিকার হয়ে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের নিজ নিজ দেশ থেকে পালিয়ে ইউরোপে পাড়ি জমিয়েছেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ