নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আরও বাড়বে কি না, তা জানা যাবে আগামীকাল মঙ্গলবার। সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ের সভা হওয়ার কথা। এ সভার পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল একটি সূত্র আজ সোমবার এ তথ্য জানিয়েছেন।
পূর্বঘোষণা অনুযায়ী, ৫ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ রয়েছে। তবে ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্পকারখানা খুলে দেওয়ার পর প্রশ্ন উঠেছে, তাহলে ৫ আগস্টের পর বিধিনিষেধ আর বাড়বে কি না।
মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানান, আগামীকালের বৈঠকে বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীও উপস্থিত থাকবেন। মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বৈঠকে সভাপতিত্ব করবেন। বেলা ১১টায় অনলাইনে (জুম) এই বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর বিধিনিষেধের বিষয়ে বলা যাবে।