রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

রোনালদোও কী পিএসজিতে যাচ্ছেন?

spot_img
spot_img
spot_img

স্পোর্টস ডেস্ক
ফুটবলে ব্র্যান্ডমূল্যের দিক দিয়ে সবচেয়ে নামী তারকা কারা? সবার মুখে ঘুরেফিরে মেসি, নেইমার, রোনালদো, এমবাপ্পে—এঁদের নামই তো আসবে। ফুটবলে পজিশনের দিক দিয়েও ‘ফরোয়ার্ড’রা সবচেয়ে নজরকাড়া। ফরোয়ার্ডদের মধ্যেও এই চারজন সবচেয়ে আরাধ্য এখন। যাঁদের তিনজনই আজ একে অন্যের সতীর্থ। বাকি থাকেন কেবল একজন। এবার কি তবে রোনালদোর দিকেও হাত বাড়াবে পিএসজি?
এখনো এ নিয়ে কথাই ওঠেনি। কিন্তু পিএসজি যদি সত্যি সত্যি রোনালদোর দিকে হাত বাড়ায়, তাহলে অবাক হওয়ার কিছু নেই। জুভেন্টাসের সঙ্গে রোনালদোর চুক্তির বর্তমান অবস্থা ঠিক সুবিধার নয়। ২০২২ সালের জুনে জুভেন্টাসের সঙ্গে চুক্তিও শেষ হয়ে যাবে রোনালদোর। ইতালীয় ক্লাবটির আর্থিক অবস্থাও এখন তেমন ভালো নয় যে ৩৬ বছরের রোনালদোকে আকাশছোঁয়া বেতন দিয়ে তারা দলে রাখবে। ফলে রোনালদোর সঙ্গে জুভেন্টাস চুক্তি নবায়ন করে কি না, সেটা একটা বিরাট প্রশ্ন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ