প্রিয়দেশ ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুতার কারাখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠান এম হোসেন কটন স্পিনিং মিলসে আজ বুধবার দুপুর ১২টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন অগ্নিকাণ্ডের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারখানার ভেতরে শ্রমিক আছে কিনা, তা এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানিয়েছেন, দুপুর ১২টায় আমরা আগুনের খবর পাই। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।