ক্র্যাবনিউজ ডেস্ক
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্ত করার অভিযোগে এক ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করেছে জার্মানি। জার্মান ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতের নাম ডেভিড এস। তিনি বার্লিনে ব্রিটিশ দূতাবাসে কর্মরত। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তারা।
ডেভিড এস প্রচুর পরিমান অর্থের বিণময়ে অন্তত একবার রাশিয়ার গোয়েন্দাদের কাছে নথি পাঠিয়েছেন বলে তদন্তে প্রমান পাওয়া গেছে। এমন দাবি করেছেন ঢেডারেল প্রসিকিউটররা।
তারা আরও জানান, মঙ্গলবার বার্লিনের বাইরে পটসডাম নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পরে তার বাড়ি এবং কর্মস্থল তল্লাশি করা হয়। এবং তার বাড়ি এবং কর্মস্থল তল্লাশি করা হয়েছে। যুক্তরাজ্য এবং জার্মানির যৌথ তদন্তে তার গুপ্তচরবৃত্তির প্রমান পাওয়ায় ওই কূননীতিককে গ্রেপ্তার করা হলো।