নিজস্ব প্রতিবেদক
দুর্ঘটনা এড়াতে রাতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে কোনো যাত্রীবাহী নৌযান চলবে না বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।
সোমবার বিআইডব্লিউটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়, শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে চলমান বর্ষা মৌসুমে পদ্মা নদীতে উজান থেকে নেমে আসা পানির চাপ বৃদ্ধির কারণে শিমুলিয়া, বাংলাবাজার, মাঝিকান্দি ও তৎসংলগ্ন এলাকায় তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে।
তাই নৌদুর্ঘটনা পরিহার ও জানমালের নিরাপত্তার স্বার্থে সকাল সাড়ে ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ পর্যন্ত এই নৌপথে লঞ্চ চলাচল করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, “কোনো যাত্রীবাহী নৌযান এই সময়ের পর চলাচল করতে পারবে না।”
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে জানিয়ে তিনি বলেন, আগে রাত নয়টায়ও যাত্রীবাহী নৌযান চলাচল করত।
“তবে এখন দিনের আলোয় যাতায়াত করতে হবে।”