ক্র্যাবনিউজ ডেস্ক
অঞ্জনা আবারও বললেন, ‘অবশ্যই বের হওয়া উচিত নয়।’
‘সন্ধ্যার পর শুধু পরীমনিই নয়, কোনো মেয়েরই বের হওয়া ঠিক নয়,’। চলচ্চিত্র শিল্পী সমিতির সংবাদ সম্মেলনে অঞ্জনার এ কথা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা–সমালোচনা চলছে। নারী হয়ে নারীবিরোধী এমন একটা কথা কেন বললেন জ্যেষ্ঠ অভিনয়শিল্পী?
এ বিষয়ে অঞ্জনা গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে বলেছেন,
অবশ্যই সন্ধ্যার পর মেয়েদের বের হওয়া উচিত নয়। আমি এটা ভেবে বলেছি। সন্ধ্যার পর বের হলে বোন বা অন্য কোনো সঙ্গী নিয়ে যেন বের হয়। একা বের হবে না। তবে একটা মেয়ের অফিস থাকতে পারে, চাকরি থাকতে পারে, কাজ থাকতে পারে, গার্মেন্টসের মেয়েরা আছে—তারা তো কাজ করবে। কিছুদিন আগে গার্মেন্টসের একটা মেয়ে ধর্ষণের শিকার হলো। সে তার বুদ্ধিমত্তায় ছাড়া পেয়েছে। ধর্ষণকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ রকম তো অহরহ হচ্ছে। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে এমন ঘটনা ঘটছে। আমি তো বলছি না, কাজকর্ম বন্ধ করে মেয়েরা ঘরে বসে থাকবে। আমি বলছি, সন্ধ্যার পরে যেন বের না হয়।
কাজ থাকলে কাউকে সঙ্গে নিয়ে যাবে, বলেন তিনি।