আন্তর্জাতিক ডেস্ক
রুয়ান্ডার সরকার রাজধানী কিগালি ও আরও আটটি জেলা থেকে লকডাউন তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। তবে, দেশটিতে কোভিড সংক্রমণ এখনও বাড়ছেই।
শুক্রবার প্রেসিডেন্ট পল কাগেমের সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকের পর সরকার এক বিবৃতিতে বলেছে, নতুন ব্যবস্থাগুলি ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলবে। কিগালির সঙ্গে দেশের অন্যান্য প্রদেশ ও জেলার মধ্যে চলাচল আবার শুরু হতে পারে, কিন্তু সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ বলবৎ থাকছে। সমস্ত সামাজিক সমাবেশ এখনও নিষিদ্ধ এবং স্কুল ও গীর্জা বন্ধ রয়েছে। তবে, ১০ জন অতিথি নিয়ে সীমিত পরিসরে বিবাহ অনুষ্ঠান অনুমোদিত। জুলাইয়ের মাঝামাঝি সময়ে আরোপিত লকডাউনটি প্রত্যাহারের কোনো তাৎক্ষণিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
১ কোটি ৩ লাখ মানুষের দেশ রুয়ান্ডার ওপর মহাদেশের কিছু কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলিতে, সংক্রমণ বেড়ে গেছে। শুক্রবার প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, রুয়ান্ডায় কোভিড -১৯- এর প্রায় ৭০ হাজার আক্রান্ত রেজিস্ট্রার করা হয়েছে যার ৭৯৮ টি মারাত্মক।