মঙ্গলবার | ১০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

রমনায় ‘নিজ বন্দুকের’ গুলিতে কনস্টেবল নিহত

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর রমনায় ঢাকা জেলা পুলিশ সুপার বাংলোতে কর্তব্যরত গার্ড কনস্টেবল মেহেদী হাসান (২৬) গুলিতে নিহত হয়েছেন।প্রাথমিকভাবে জানা গেছে, নিজের কাছে থাকা আগ্নেয়াস্ত্রের গুলিতে প্রাণ হারান। আজ শুক্রবার (৬ আগস্ট) বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে রমনা থানার উপপরিদর্শক (এসআই) ছালামসহ নিহতের কয়েকজন সহকর্মী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক বিকাল পৌনে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই কনস্টেবলের মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তার বাড়ি টাংগাইলে ঘাটাইল।
বাচ্চু মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি নিজের বন্দুকের গুলিতে তিনি মারা গেছেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ