ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে সেমিফাইনালে একরাশ রোমাঞ্চ ছড়িয়ে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে কলম্বিয়াকে হারায় আর্জেন্টিনা।
সেই ম্যাচে পেশিশক্তি নির্ভর কলম্বিয়ার বিপক্ষে লড়ে পায়ে আঘাত পান মেসি।
ম্যাচ শেষে সবাই যখন ফাইনাল নিশ্চিতের খুশিতে আত্মহারা তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কয়েকটি ছবি।
যেখানে দেখা গেছে – মেসির বুটের ওপর পায়ের গিট ফেঁটে রক্ত ঝরছে, যা এংলেট চুইয়ে গোল বৃত্তাকার জমাট হয়ে গেছে।
অন্য আরেকটি ছবিতে দেখা গেছে, মাঠে পায়ের ওই ক্ষত নিয়ে কাঁতরাচ্ছেন মেসি। কষ্টে তার কান্না বেরিয়ে আসছে প্রায়।
ছবিগুলো কোপা আমেরিকার টুইটার হ্যান্ডেলে প্রথম শেয়ার করা হয়। এর পর তা টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে।
মেসির এই আহত হওয়ার ঘটনাটি ম্যাচের ৫৪ মিনিটে। প্রতিপক্ষের ফ্রাঙ্ক ফাবরার মারাত্মক ফাউলে লুটিয়ে পড়েন মেসি।
একটু বিরতি দিয়ে ওই পা নিয়েই পরবর্তী ৩০ মিনিট খেলেন ও টাইব্রেকারেও অংশ নেন।
এরপরও মেসিভক্তদের মন আতঙ্ক রয়েই গেছে ফাইনালে খেলতে পারবেন তো মেসি? তিনি ফিট তো?
ভক্তদের সেই শঙ্কা দূর করেছেন আর্জেন্টাইন গণমাধ্যম টিওআইসি স্পোর্টস। তারা প্রতিবেদন প্রকাশ করেছে, ফাইনালে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক। দলের সঙ্গে তাকে পুরোদমে অনুশীলন করতে দেখা গেছে। সেখানে তিনি ছিলেন হাস্যজ্জ্বল ও চনমনে। মনে হচ্ছে ব্যথা নেই পায়ে।
আর্জেন্টিনা শিবির থেকেও জানানো হয়েছে, পায়ে হালকা লেগে রক্ত বের হলেও চোট গুরুতর হয়নি। ব্রাজিলের বিপক্ষে ফাইনালে মাঠে নিশ্চিতই নামছেন মেসি।