নিজস্ব প্রতিবেদক
গ্যাসের পাইপলাইন স্থানান্তরের জন্য রাজধানীর মোহাম্মদপুরের বেশ কিছু এলাকায় আজ রোববার (১ আগস্ট) ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ রোববার (১ আগস্ট) সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সময় মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোড, শের শাহশুরি রোড, তাজমহল রোডসহ আশেপাশের এলাকায় গ্যাস থাকবে না। এসব এলাকার সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। একইসঙ্গে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।