নিজস্ব প্রতিবেদক
সরকারি চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তারা হলেন, মাে. ফিরােজ ওরফে শাহরুখ ইসলাম (২৯), মাে. আব্দুল কুদ্দুস (৩৪), মাে. মাঈনুল ইসলাম (৩৪), মাে.বিল্লাল হােসেন (৪১), তৌকির আহমেদ (২৬) ও মাে. কফিল উদ্দিন চৌধুরী (৩১)।
তাদের শনিবার মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।
পিবিআই অরগানাইজড ক্রাইম ঢাকা মহানগর দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার জাহান বলেন, একজন চাকরি প্রার্থীর মােবাইল নাম্বারে এসএমএস
পাঠিয়ে চক্রটি জানায় তাকে ইউনিয়ন স্বাস্থ্য কমিউনিটি কেন্দ্রের জেলা প্রােগ্রাম অফিসার হিসাবে নির্বাচিত করেছেন।
কথিত তথ্য অফিসারের ফোন হতে একটি বিকাশ নম্বর দেয়া হয় এবং উক্ত নম্বরে বিকাশের মাধ্যমে ১৯শ’ ৪০ টাকা দিতে বলে।
আরও প্রলোভন দেখানো হয়, এই টাকা প্রথম মাসের বেতনের সঙ্গে ফেরত দেওয়া হবে।
কিন্তু টাকা পাঠানাের পর আসামীরা ভুক্তভোগীকে একটি মানি রিসিট, নিয়োগপত্র এবং চূড়ান্ত নির্বাচিত ফরম ই-মেইল করে।
সারোয়ার জাহান বলেন, ভুক্তভোগী তাদের কথামতো চূড়ান্ত নির্বাচিত ফরম পূরণ করে তাদের ই-মেইলে পাঠায়।
৩০ জুন ডিজিটাল আইডি কার্ড ও নিয়ােগ পত্র প্রদানের কথা থাকলেও এ চক্রটি একটি মােবাইল নম্বর থেকে ফোন দিয়ে বিনা মূল্যে ল্যাপটপ এবং মেডিকেল ইকুইপম্যান্ট প্রদানের জন্য ভ্যাট বাবদ ভুক্তভোগীর কাছে আরাে ৪ হাজার ৮০ টাকা চায়।
তখন সে বুঝতে পারে প্রতিষ্ঠানটি ভূয়া, তারা একটি প্রতারক চক্র এবং পরবর্তীতে ওই নম্বরে ফোন দিলে তার সঙ্গে অকথ্য ভাষায় গালাগালি করে।
সারোয়ার জাহান বলেন, এই চক্রটি ইউনিয়ন স্বাস্থ্য কমিউনিটি কেন্দ্র, সুখি পরিবার , মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র, এ্যাপােলাে কনজিউমার প্রােডাক্টসহ বিভিন্ন ভূয়া প্রতিষ্ঠানে লােভনীয় বেতনে চাকুরীর ভূয়া নিয়ােগ বিজ্ঞপ্তি প্রদান করে।
পরে চক্রটি বিভিন্ন কৌশলে বিকাশ ও অন্যান্য মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।
তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।