ক্র্যাবনিউজ ডেস্ক
আফগানিস্তানে অবস্থানরত নিজেদের নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্যের সরকার। আফগান সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে তীব্র লড়াই চলার প্রেক্ষাপটে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নাগরিকদের দেশটি ত্যাগের এ নির্দেশনা দেয় যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের ওয়েবসাইটে গত শুক্রবার এক নির্দেশনায় বলা হয়েছে, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।
এর জের ধরে বেসামরিক ব্রিটিশ নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে ব্রিটিশ নাগরিকদের আফগানিস্তান ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে।
আফগানিস্তানের অনেক এলাকাই এখন তালেবানের দখলে। শুক্রবার তারা নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখল করে নেয়। এরপরই নিজেদের নাগরিকদের আফগানিস্তান ত্যাগের নির্দেশনা দেয় যুক্তরাজ্য সরকার।