নিজস্ব প্রতিবেদক
যাত্রাবাড়ীর মালঞ্চ কমিউনিটি সেন্টারের পাশের একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। প্রায় ৫০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, দুপুর ২টা ৭ মিনিটে আমরা খবর পাই যে, যাত্রাবাড়ীর একটি ফার্নিচারের দোকানে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছয়টি ইউনিট ছুটে যায়। প্রায় ৫০ মিনিট চেষ্টার পর ২টা ৫৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে জানানো হবে।