স্পোর্টস ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে কথাটা বলছেন অনেকেই। লিওনেল মেসিকে অন্য ক্লাবের জার্সিতে দেখতে তাদের কেমন যেন লাগছে!
অস্বাভাবিক কিছু নয়। মেসি বার্সেলোনার, বার্সেলোনা মেসির—এত দিন ধরে তো এভাবেই ভাবা হয়েছে। পেশাদার ফুটবলের নির্মমতা সে ভাবনায় ছেদ টানলেও নতুন ক্লাবে মেসির ৩০ নম্বর জার্সির কদর কিন্তু এতটুকু কমেনি।
পিএসজি মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর মাত্র ৩০ মিনিটের মধ্যে আর্জেন্টাইন তারকার সব জার্সি বিক্রি হয়ে গেছে।
মেসির সব জার্সি ৩০ মিনিটে শেষ
Previous article
Next article