শনিবার | ২৭ জুলাই ২০২৪
Cambrian

মেডিকেল কলেজ খুলে দেয়া হতে পারে

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
শর্ত সাপেক্ষে ২১ আগস্ট বা কাছাকাছি তারিখ থেকে এমবিবিএস, বিডিএস কোর্সের দ্বিতীয় বর্ষ ও পঞ্চম বর্ষের ক্লাস চালুর পক্ষে মত দিয়েছে করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের এক চিঠির জবাবে পরামর্শক কমিটি এই মতামত দিয়েছে।
কোভিড-১৯–সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৪৪তম অনলাইন সভায় এ সুপারিশ করা হয়। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে।
জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার সইয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ বিষয়ে কমিটির মত হলো, ইতিমধ্যে এসব ছাত্রছাত্রীর দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলা সাপেক্ষে প্রাথমিকভাবে এই দুই বর্ষের ক্লাস শুরু করা যায়।’

বিধিনিষেধ শিথিলে উদ্বেগ
সভায় বলা হয়, ২৩ জুলাই থেকে ১০ আগস্টের ‘লকডাউন’ (বিধিনিষেধ) কঠোরভাবে পালিত না হলেও জনসমাবেশ হওয়ার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান বন্ধ থাকায় সংক্রমণ হারে উন্নতি পরিলক্ষিত হয়। তবে সংক্রমণ এবং মৃত্যুর হার কোনোটাই স্বস্তিদায়ক অবস্থায় আসেনি। এই অবস্থায় দ্রুত বিধিনিষেধ শিথিল করা বা তুলে নেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে কমিটি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ