নিজস্ব প্রতিবেদক
‘মুরগী যেভাবে জবাই করে, ঠিক সেভাবে রান দুটি দুই টুকরা করা হয়েছে। হাত দুটিও টুকরা করা হয়েছে। খুব বিভৎস।’
নিখোঁজ অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনের টুকরা লাশ উদ্ধারের ঘটনাস্থল থেকে হোয়াটসঅ্যাপ কলে এভাবেই ঘটনার বর্ননা করছিলেন ঢাকা বিশ্বিবদ্যালয় ছাত্র সাহস রায়। তিনি ওই অধ্যক্ষের ছোট ভাইয়ের বন্ধু। থাকেন জগন্নাথ হলে। আজ সোমবার বিকালে কথা হয় তার সাথে।
টুকরা লাশের ছবি পাঠাতে বললে তিনি বলেন, ‘ভাই এ ছবি খুব বিভৎস। দেখার মতো না। এমনভাবে টুকরো টুকরো করা হয়েছে, তা খুব নির্মম। মুরগীর মতো জবাই করা হয়েছে।’
এর আগে গত ১ আগস্ট বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে ওই নিখোঁজ অধ্যক্ষের সন্ধান দাবি করে তার ছোটভাই সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে সাহস রায়ও উপস্থিত ছিলেন। ‘আমার ভাইয়ের সন্ধান দিন, আমরা বড় অসহায়’ শিরোনামে এই সংবাদ সম্মেলনের খবর ছবিসহ ক্র্যাবনিউজবিডি ডটকম- এ প্রকাশিত হয়।