নিজস্ব প্রতিবেদক :
করোনাভাইরাস মহামারীর মারাত্মক সংক্রমণের মধ্যে মাস্ক না পরায় বিআইডব্লিউটিসির এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
সোমবার বিআইডব্লিউটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে মাস্ক না পরার কারণে বিআইডব্লিউটিসির জাহাজী কর্মচারি মো. জাকির হোসনকে বরখাস্ত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
১৫ জুলাই নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শিমুলিয়া ফেরিঘাটে বিআইডব্লিউটিসির নবনির্মিত মিডিয়াম ফেরি কদম ও কুঞ্জলতা উদ্বোধন করেন।
ওই সময় উপস্থিত বিআইডব্লিটিএ ও বিআইডব্লিউটিসির কর্মচারীরা স্বাস্থ্যবিধি পরিপালন করলেও সময় টিভিতে প্রচারিত ছবিতে বিআইডব্লিউটিসির কর্মচারী মো. জাকির হোসেনকে মাস্ক পরিধান হতে বিরত থাকতে দেখা যায়।
মাস্ক পরিধান না করার কারণে উপস্থিত নৌপরিবহন প্রতিমন্ত্রী, বিশেষ অতিথিবৃন্দ ও চেয়ারম্যান মহোদয়গণসহ সকলকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলানো এবং সরকারি নির্দেশনা অবজ্ঞা করার শামিল ও সরকারি চাকরির নিয়ম শৃঙ্খলা পরিপন্থি বলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।