মঙ্গলবার | ১০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আদালতে হেলেনার স্বীকারোক্তি

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
গুলশান থানার মাদক মামলায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জাফর হোসেন।
এর আগে মাদক মামলায় হেলেনা জাহাঙ্গীরকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করে পুলিশ। গতকাল মঙ্গলবার পল্লবী থানায় করা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় জামিন পান হেলেনা জাহাঙ্গীর।
আদালত সংশ্লিষ্ট সূত্র বলছে, গত ২৯ জুলাই রাজধানীর গুলশান থেকে বিদেশি মদসহ গ্রেপ্তার হন হেলেনা জাহাঙ্গীর। পরে তাঁর বিরুদ্ধে রাজধানীর গুলশান ও পল্লবী থানায় পৃথক পাঁচটি মামলা হয়। মামলাগুলো করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন, বিশেষ ক্ষমতা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বন্য প্রাণী নিয়ন্ত্রণ আইন ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে পল্লবী থানায় একজন সাংবাদিক বাদী হয়ে প্রতারণার মামলা করেন। এই ছয় মামলার মধ্যে তিনি আজ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ