মঙ্গলবার | ৮ অক্টোবর ২০২৪
Cambrian

মাজার-ই-শরিফ তালেবানের কব্জায়, পতনের কাছাকাছি কাবুল

spot_img
spot_img
spot_img

মাজার-ই-শরিফের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান, কাবুলের খুব কাছাকাছ
নিউজ ডেস্ক
আফগানিস্তানের আরেকটি গুরুত্বপূর্ণ শহর মাজার-ই-শরিফের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান বিদ্রোহীরা।
শনিবার তালেবান বাহিনী উত্তরাঞ্চলের বৃহত্তম এ শহরটি দখল করে বলে নিশ্চিত করে জানিয়েছে বলখের প্রাদেশিক পরিষদের কর্মকর্তারা।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহার করার পর বিদ্যুৎগতিতে দেশটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে কট্টরপন্থি বিদ্রোহী এ গোষ্ঠীটি। মাজার-ই-শরিফে তাদের আক্রমণে সরকারি বাহিনী পালিয়ে গেছে এবং তালেবান যোদ্ধারা এখন রাজধানী কাবুলের দিকে এগিয়ে যাচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
এখন দেশটির বড় শহরগুলোর মধ্যে শুধু কাবুল ও পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদ তালেবানের হাতে নেই।
খুব শিগগিরই কাবুলের পতন হতে পারে এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে সেখানে কয়েক হাজার সৈন্য পাঠিয়ে তাড়াহুড়া করে নিজেদের নাগরিকদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ